![]() |
ঢাকা কার্জন হল |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কার্জন হল একটি ঐতিহাসিক স্থাপনা। ১১৫ বছরের পুরোনো একটি ভবন যা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভারতের তৎকালীন গভর্নর জেনারেল জর্জ কার্জন এই ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অনেকের বিভিন্ন মতবাদ আছে, কেন এই ভবন টি স্থাপিত করা হয় তবে, এইটি প্রমানিত যে ভাওয়ালের রাজকুমার এই ভবনটিকে ঢাকা পাঠাগার হিসেবে ব্যবহার করার জন্য প্রচুর অর্থ দান করেন। এবং জেনারেল জর্জ কার্জন এর নাম চিরস্মরণীয় করার উদ্দেশ্যে এই লাইব্রেরি টির নাম রাখা হয় "কার্জন হল"। পরবর্তী বঙ্গবঙ্গ রদ হলে ঢাকা কলেজের ক্লাস নেওয়া হয় এই হলে। এরপর ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ হিসেবে এখনো পর্যন্ত ব্যবহার হয়ে আসছে।
লাল রঙের এই ভবনটির অভ্যন্তরে আছে বিশাল হল। এবং বাইরে সুন্দর একটি বাগান আছে। ঐতিহাসিক এই ভবনটি এখনও সুন্দর ভাবে গুছানো। ভবনের পিছনের দিকে আছে পুরনো ঐতিহাসিক মুসা খাঁ মসজিদ এবং একটি বিশাল পুকুর ও বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ও বিভিন্ন হল।
যেকোনো সময় গিয়ে ঘুরে আসতে পারবেন কার্জন হল থেকে এখানে কোনো প্রবেশ টিকিট এর প্রয়োজন নেই।
কিভাবে যাবেন
ঢাকার যেকোনো জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এসে কার্জন হল দেখতে পারবেন। এছাড়া বাসে করে শাহবাগ এসে এরপর রিক্সা করে চলে আসতে পারবেন কার্জন হল
খাবারের রকমারি
পুরান ঢাকায় খাবারের জন্য রয়েছে বিশেষ ঐতিহ্য। হাজির বিরিয়ানি, আল রাজ্জাক, কাশ্মির কাচ্চি আরও আছে সুলতানের চা। যা, অন্যরকম খাবারের স্বাদ এনে দিবে
আশেপাশে যা যা দেখতে পারেন
একদিনে আশেপাশের আরো কিছু জায়গা ঘুরে দেখতে পারেন। আহসান মঞ্জিল, রোজ গার্ডেন, শহীদ মিনার, মেডিকেল কলেজ, দোয়েল চত্ত্বর, জাতীয় জাদুঘর। সব শেষে বিকাল সময়ে চা আর আড্ডা। দারুন একটি সময় কাটাতে পারেন
0 Comments