Ticker

6/recent/ticker-posts

রুদ্রকর মঠ

রুদ্রকর মঠ ( ছবি সংগৃহীত)  


বাংলাদেশে আছে অসংখ্য দর্শনীয় স্থান আর পুরানো ঐতিহ্যের বিপুল সমাহার। এসব প্রাচীন নিদর্শনে স্থাপত্যশিল্পের সৌন্দর্য ফুটে উঠে।
শরীয়তপুর জেলায় এমনি এক ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা রুদ্রকর মঠ নামে পরিচিত।  তবে এইটি মূলত একটি মন্দির। নবাব আলিবর্দি খানের আমলে প্রায় ১৩০৫ থেকে ১৩১৫ বঙ্গাব্দে, জমিদার বাবু গুরুচরণ চক্রবর্তী এই মন্দির টি নির্মান করেন। তিনি মূলত মা রাশমণি দেবীর সমাধিকে অমর করে রাখার জন্য এই মন্দির টি তৈরি করেন। এরপর ১৮৯৮ সালে মন্দিরটি পুননির্মাণ করা হয়েছিল।


এখানে একটি বড় শ্মশান মন্দির আছে যার সাথে চারটি ছোট মন্দির সংযুক্ত।  এগুলো উপাসনা কক্ষ হিসেবে ব্যাবহৃত হয়। মূল মন্দিরের উচ্চতা প্রায় ২০ মিটার আর ছোট চারটি মন্দিরের উচ্চতা ১.৯৫ মিটার। মন্দিরের দেয়ালে ৪ টি দেবী মূর্তির অলঙ্করণ আছে যা খুবই সুন্দর। রুদ্রকর মঠের সামনে আছে একটি প্রাচীন পুকুর। ধারনা করা হয়,  মঠ এবং এই পুকুরটি একসাথে তৈরি করা হয়েছে। প্রতিবছর এইখানে সাড়ম্বরে পূজা আর কীর্তনের আয়োজন করা হয়। 

কিভাবে যাবেন 
রুদ্রকর মঠ শরীয়তপুর জেলায় অবস্থিত যা ঢাকা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে। ড্যামোডা থেকে শরীয়তপুর মহাসড়ক এর পাশে রুদ্রকর ইউনিয়ন,  এর উত্তর দিকে একটু হাটলেই পৌছে যাবেন রুদ্রকর মঠ অথবা বাবুবাড়ি নামেও পরিচিত। 

লিখেছেন -Aaric Bijoy (চাঁঁদের পাহাড় ট্যুরিজম )
 

Post a Comment

0 Comments